হিসাবের উদ্বৃত্ত বা জের কাকে বলে?

হিসাবের উদ্বৃত্ত বা জের কাকে বলে?

কোন হিসাবের ডেবিট ও ক্রেডিট পাশের মোট টাকার পরিমাণের মধ্যে যে পার্থক্য হয় তাকে ঐ হিসাবের উদ্বৃত্ত বলে।

কোন নির্দিষ্ট তারিখে খতিয়ান হিসাবের ডেবিট দিকের যোগফল ক্রেডিট দিকের যোগফলের চেয়ে বেশি হলে তাকে ডেবিট উদ্বৃত্ত বলে।

অন্যদিকে কোন খতিয়ান হিসাবের ক্রেডিট দিকের যোগফল সমান হলে শূন্য উদ্বৃত্ত বলে। হিসাবকাল শেষে যে উদ্বৃত্ত নির্ণয় করা হয় তাকে সমাপনী উদ্বৃত্ত বলে। সমাপনী উদ্বৃত্তই পরবর্তী হিসাব কালের প্রারম্ভিক উদ্বৃত্ত।

Similar Posts