সমান ভেক্টর কাকে বলে?

সমান ভেক্টর কাকে বলে?

দুটি সদৃশ ভেক্টরের মান সমান হলে অর্থাৎ সমজাতীয় দুটি ভেক্টরের দিক একই এবং তাদের ধারক রেখা একই রেখা অথবা সমান্তরাল রেখার উপর হলে এদের সমান ভেক্টর বলা হয়।

দুটি ভেক্টরের সমতা এদের পাদবিন্দুর অবস্থানের উপর নির্ভর করে না। পাদবিন্দু যেখানেই থাকুক না কেন যদি ভেক্টরদ্বয়ের মান সমান এবং দিক একই হয়, তাহলেই তারা সমান হবে। একই দিকে নির্দেশিত সমান দৈর্ঘ্যের দুটি সমান্তরাল রেখা দিয়ে দুটি সমান ভেক্টর বোঝানো হয়।

Similar Posts