আপেক্ষিক বেগ কাকে বলে?
আমরা জানি, সময়ের সাপেক্ষে বস্তু তার পারিপার্শ্বিকের সাথে অবস্থান পরিবর্তন না করলে বস্তুকে স্থিতি বলে। মহাবিশ্বে আসলে পরম স্থিতিশীল বলে কোন বস্তু সম্ভব নয়। আবার গতিশীলতার ক্ষেত্রে আমরা বলেছি পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থান পরিবর্তন করলে বস্তু গতিশীল। এই পারিপার্শ্বিককে আমরা স্থিতিশীল ধরে নেই। আসলে তা সম্ভব নয়। তাই আমরা একটি বস্তুর সাপেক্ষে অন্যটি বস্তুর তুলনামূলক স্থিতি ও গতি বিবেচনা করি। দুটি গতিশীল বস্তু একটির সাপেক্ষে অন্যটির বেগকে আপেক্ষিক বেগ বলে।