স্থিতি কোণ কাকে বলে?

স্থিতি কোণ কাকে বলে?

আমরা অভিজ্ঞতা থেকে দেখি আনুভূমিক তলে স্থাপিত কোন বস্তু স্থিতিশীল থাকে। তলটিকে অনুভূমিকের সাথে ধীরে ধীরে হেলাতে থাকলেও বস্তুটি একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত স্থির থাকে।

অনুভূমিক ও তলের মধ্যে কোণের মান কম হলে স্থিতিশীলতা বজায় থাকে। কোন তল অনুভূমিকের সাথে নূন্যতম যে কোণ উৎপন্ন করলে আনত তলের উপরস্থ কোন বস্তু গতিশীল হওয়ার উপক্রম হয় সেই কোণকে ঐ তলে বস্তুটির স্থিতি কোণ বলে।

যে কোন তলের আনতি স্থিতি কোণ পর্যন্ত হলে ঐ তলের উপর স্থির থাকবে আর আনতি স্থিতি কোণ অতিক্রম করে গেরে বস্তুটি গতিশীল হবে।

Similar Posts