পিরোজপুরের মঠবাড়িয়ায় বাস চাপায় মিলন হাওলাদার (১৮) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। নিহত মিলন মঠবাড়িয়া সদর ইউনিয়নের উত্তর মিঠাখালী গ্রামের রুহুল আমিন হাওলাদারের পুত্র এবং তুষখালী মহিউদ্দিন মহারাজ কলেজের প্রথম বর্ষের ছাত্র। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা ঘাতক বাসটিকে আগুনে পুড়িয়ে দেয় এবং সড়ক অবরোধ করে কলেজের সামনে বিক্ষোভ করে।
বুধবার (১৮ মে) সকালে উপজেলার গুদিঘাটা পিজিএস মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। সকালে এ ঘটনার পর তুষখালী মহিউদ্দিন মহারাজ কলেজের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। তার আগে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা ঘাতক রোহান পরিবহনের বাসটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। শিক্ষার্থীদের অবরোধের কারণে ওই সড়কে বেশি কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল। পরে মঠবাড়িয়া থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মঠবাড়িয়া থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে পরিবেশ স্বাভাবিক রয়েছে, যানবাহন চলাচলও স্বাভাবিক। নিহত কলেজ ছাত্রের পরিবার থেকে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।