সিটাডেল কাকে বলে?
সিটাডেল কাকে বলে?
হরপ্পার নগরগুলিতে বসতি অঞ্চল দুটি স্পষ্ট আলাদা এলাকায় ভাগ করা ছিল শহরের একটি উঁচু এলাকায় থাকতো প্রত্নতাত্ত্বিকরা তাদের সিটাডেল বলতো।
খনন কার্য চালনার সময় দুটি অংশ দেখা যায়। এই উঁচু অংশটাকে বলা হয় সিটাডেল (Citadel)। এখানে প্রত্নতাত্ত্বিকা থাকতো বলে ধারণা করা হয়।