সংরক্ষণশীল বল ও অসংরক্ষণশীল বলের মধ্যে পার্থক্য
সংরক্ষণশীল বল ও অসংরক্ষণশীল বলের মধ্যে পার্থক্য
সংরক্ষণশীল বল ও অসংরক্ষণশীল বলের মধ্যে পার্থক্য নিম্নরূপ –
নং | সংরক্ষণশীল বল | অসংরক্ষণশীল বল |
১ | একটি বলকে সংরক্ষণশীল বল বলা হয় তখন, যখন কোন কণাকে যে কোন পথ ঘুরিয়ে প্রাথমিক অবস্থানে আনলে কণাটির উপর ঐ বলা দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ শূন্য হয়। | একটি বলকে অসংরক্ষণশীল বলা হয় তখন, যখন কোন কণাকে যে কোন পথ ঘুরিয়ে প্রাথমিক অবস্থানে আনলে কণাটির উপর ঐ বল দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ শূন্য হয় না। |
২ | সংরক্ষণশীল বল কর্তৃক সম্পাদিত কাজ সম্পূর্ণভাবে পুনরুত্থান করা সম্ভব। | অসংরক্ষণশীল বল কর্তৃক সম্পাদিত কাজ সম্পূর্ণভারেব পুনরুদ্ধার করা সম্ভব নয়। |
৩ | বস্তুর উপর সংরক্ষণশীল বল দ্বারা সম্পাদিত কাজ গতি পথের প্রাথমিক ও শেষ বিন্দুর উপর নির্ভরশীল। | বস্তুর উপর অসংরক্ষণশীল বল দ্বারা সম্পাদিত কাজ শুধু গতি পথের প্রাথমিক ও শেষ বিন্দুর উপর নির্ভরশীল নয়। |
৪ | সংরক্ষণশীল বলের ক্রিয়ায় যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র পালিত হয়। | অসংরক্ষণশীল বলের ক্রিয়ায় যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র পালিত হয় না। |