মুক্তি বেগ কাকে বলে?

মুক্তি বেগ (Escape Velocity) কাকে বলে?

আমরা জানি, কোন বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে সেটা অভিকর্ষের টানে ভূ-পৃষ্ঠে ফিরে আসবে। যদি বস্তুটিকে এমনভাবে নিক্ষেপ করা হয় যে, বস্তুটি পৃথিবীর অভিকর্ষ বলকে অতিক্রম করতে পারে, তবে সেটা আর পৃথিবীতে আসবে না। এ বেগকেই মুক্তি বেগ বলে।

সুতরাং ভূ-পৃষ্ঠ হতে সর্বনিম্ন যে বেগে বস্তুকে নিক্ষেপ করলে উহা আর পৃথিবীতে ফিরে আসে না তাকে মুক্তি বেগ বলে।

Similar Posts