নমনীয় বস্তু কাকে বলে?
নমনীয় বস্তু কাকে বলে?
যে সব বস্তুতে প্রযুক্ত বল অপসারণ করলে এরা বিকৃত অবস্থা থেকে পূর্বের অবস্থায় ফিরে আসে না তাদের নমনীয় বস্তু (Plastic Body) বলে। বস্তুর এ ধর্মকে নমনীয়তা বলে।
বাস্তবে সম্পূর্ণ নমনীয় বস্তু পাওয়া যায় না। আটার দলা, মাটির দলা ইত্যাদিকে নমনীয় বা প্লাস্টিক বস্তু হিসেবে ধরা হয়।