যৌগিক পদার্থ কাকে বলে?

যৌগিক পদার্থ কাকে বলে?

যৌগিক পদার্থকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা যায় –

  • যে পদার্থকে বিশ্লেষণ করলে বিভিন্ন ধরনের মৌলিক পদার্থ পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে।
  • যেসব পদার্থ একের অধিক ভিন্ন ধরনের মৌলের পরমাণু দ্বারা গঠিত সেসব পদার্থকে যৌগিক পদার্থ বলে।
  • যে সকল পদার্থকে ভাঙলে দুই বা দুইয়ের অধিক ভিন্ন ভিন্ন মৌল পাওয়া যায় তাদেরকে যৌগিক পদার্থ বলে।
  • একাধিক মৌলিক পদার্থ নিদিষ্ট ওজন ও আয়তন অনুপাতে রাসায়কিন বিক্রিয়ার মাধ্যমে যুক্ত হয়ে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট যে পদার্থ উৎপন্ন করে, তাকে যৌগিক পদার্থ বলে।

যেমন: পানি (H2O) একটি যৌগিক পদার্থ। কারণ পানির একটি অণুতে সম্পূর্ণ ভিন্ন ধর্মী মৌল হাইড্রোজেন (H) ও অক্সিজেন (O) পরমাণু বিদ্যমান এবং হাইড্রোজেন ও অক্সিজেন এ দুটি মৌল নির্দিষ্ট ভর অনুপাতে পরস্পর যুক্ত হয়ে পানি উৎপন্ন করে।

এছাড়াও লবণ, চিনি ইত্যাদি।

Similar Posts