ব্যাংককে ধার করা অর্থের ধারক বলা হয় কেন?
ব্যাংককে ধার করা অর্থের ধারক বলা হয় কেন?
ব্যাংক হলো প্রকৃতপক্ষে আর্থিক ব্যবসায়ী প্রতিষ্ঠান, যা একজনের কাছ থেকে আমানত হিসেবে অর্থ গ্রহণ করে এবং উক্ত অর্থ অন্যকে ধার দেয়।
ব্যাংক হলো এমন একটি আর্থিক মধ্যস্থ ব্যবসায়ী প্রতিষ্ঠান যার কাজ হলো স্বল্প সুদে বা লাভে আমানত হিসাবে জনগণের নিকট হতে অর্থ সংগ্রহ বা ধার গ্রহণ এবং উক্ত ধার করার অর্থ আবার উচ্চ সুদে বা লাভে অন্যদেরকে ধার দেয়।
যে ব্যাংক এরূপ ধার গ্রহণ ও ধার প্রদানে অফিস সফলকাম তাকেই দক্ষ ব্যাংক হিসাবে গণ্য করা হয়। তাই বলা যায়, “ব্যাংক ধার করা অর্থের ধারক বা ব্যবসায়ী”।