সৃষ্টির সেবা কাকে বলে? | সৃষ্টির সেবার চারটি উপকারিতা

সৃষ্টির সেবা কাকে বলে?

আল্লাহর সকল সৃষ্টির প্রতি দয়া দেখানো ও সহানুভূতি প্রদর্শন করাকে সৃষ্টির সেবা বলে।

আল্লাহতায়ালা এ পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছেন। আর সবকিছুর মধ্যে মানুষ সেরা। মানুষ আল্লাহর সব সৃষ্টির প্রতি দয়া দেখাবে। সহানুভূতি প্রকাশ করবে। এরই নাম সৃষ্টির সেবা। যারা আল্লাহর প্রতি দয়া দেখায় এবং সৃষ্টির সেবা করে আল্লাহ তাদের প্রতি খুশি হন। তাদের ভালোবাসেন ও তাদের ওপর রহমন বর্ষণ করেন।

 

সৃষ্টির সেবার চারটি উপকারিতা

ক) সৃষ্টির সেবা করলে আল্লাহ খুশি হন।

খ) সৃষ্টির সেবাকারীদের আল্লাহ ভালোবাসেন।

গ) আল্লাহতায়ালা সেবাকারীর ওপর রহমান বর্ষণ করেন।

ঘ) সবাই তাদের শ্রদ্ধা করে।

Similar Posts