বিয়োজ্য কাকে বলে? | বিয়োজ্য নির্ণয়ের সূত্রঃ
বিয়োজ্য কাকে বলে?
যে সংখ্যা দিয়ে বিয়োগ করা হয়, তাকে বিয়োজ্য বলে।
বিয়োগ করার সময় বড় সংখ্যা থেকে যে ছোট সংখ্যাটি বিয়োগ করা হয় তাকে বিয়োজ্য বলে।
অর্থাৎ বিয়োগের ক্ষেত্রে ছোট সংখ্যাটিকে বিয়োজ্য বলে।
বিয়োজ্য নির্ণয়ের সূত্রঃ
বিয়োজ্য = বিয়োজন – বিয়োগফল।
উদাহরণস্বরূপ:
২৫ – ৫ = ২০
এখানে,
বিয়োজন = ২৫
বিয়োজ্য = ৫
বিয়োগফল = ২০