আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে?
আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে?
আন্তর্জাতিক সম্পর্ক যার ইংরেজি হলো International Relations। আন্তর্জাতিক সম্পর্ক হলো রাষ্ট্রবিজ্ঞানের একটি শাখা। আন্তর্জাতিক সম্পর্ক শাখায় আন্তর্জাতিক ঘটনাবলি এবং রাষ্ট্রগুলির মধ্যকার বিশ্ব ইস্যুসমূহ আন্তর্জাতিক ব্যবস্থার প্রেক্ষাপটে আলোচনা করা হয়।
আন্তর্জাতিক সম্পর্ক এর মূল বিষয়বস্তু হলো রাষ্ট্রের ভূমিকা, আন্তর্জাতিক সংস্থাসমূহ, বেসরকারি সংস্থাসমূহ এবং বহুজাতিক কর্পোরেশনসমূহ।
আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞায় অধ্যাপক পামার ও পারকিন্স বলেছেন, “বিশ্বসম্প্রদায়ের মত আন্তর্জাতিক সম্পর্কের অধ্যয়নও পরিবর্তনশীল।”
ব্যারি বুজান ও রিচার্ড লিটনের মতে, খ্রিস্টপূর্ব ৩৫০০ অব্দে সুমেরীয় শহরগুলোর মধ্যে আন্তঃযোগাযোগ থেকেই আন্তর্জাতিক সম্পর্কে শুরু।