সমীকরণিক কোষ বিভাজন কাকে বলে?

সমীকরণিক কোষ বিভাজন কাকে বলে?

যে জটিল ও ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃতকোষী জীবের একটি মাতৃকোষ বিভাজনের মাধ্যমে সমআকৃতি ও সমগুণ সম্পন্ন দু’টি অপত্য কোষের সৃষ্টি করে যাদের ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার সমান তাকে মাইটোসিস বলে।

শ্লাইখার (১৮৭৯) লক্ষ করেন, একটি দেহকোষীয় নিউক্লিয়াস বিভক্ত হয়ে দুটি অনুরূপ নিউক্লিয়াসে পরিণত হয় এবং তিনি এর নাম দেন ক্যারিওকাইনেসিস। পরবর্তীতে ওয়াল্টার ফ্লেমিং (১৮৮২) এ প্রকার বিভাজনকে মাইটোসিস নামে অভিহিত করেন।

মাইটোসিস কোষ বিভাজনে মাতৃকোষের প্রতিটি ক্রোমোসোম সেন্ট্রোমিয়ারসহ লম্বালম্বিভাবে সমান দুটি অংশে ভাগ হয় এবং প্রতিটি অংশ এর নিকটবর্তী মেরুতে গমন করে। ফলে নতুন কোষ দুটিতে ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার সমান থাকে। তাই মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণিক কোষ বিভাজন বলা হয়।

Similar Posts