ভর কাকে বলে? | ভরের একক | ভরের মাত্রা

ভর কাকে বলে?

কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ পদার্থ থাকে তাকে ঐ বস্তুর ভর বলে।

ভর হলো কোনো বস্তুর মোট পদার্থের পরিমাণ। বস্তুর ভরের কোনো পরিবর্তন হয় না। সাধারণভাবে কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ থাকে তাকেই বস্তুর ভর বলে।

ভর হলো বস্তুর একটি মৌলিক বৈশিষ্ট্য যা বল প্রয়োগে বস্তুতে সৃষ্ট ত্বরণের বাধার পরিমাপক। নিউটনীয় বলবিদ্যায় ভর বস্তুর বল ও ত্বরণের সাথে সম্পর্কিত।

ভরের একক

SI পদ্ধতিতে ভরের একক হল = kg (কিলোগ্রাম)

CGS পদ্ধতিতে ভরের একক হল = g (গ্রাম)

ভরের মাত্রা

ভরের মাত্রা হলো : M

তথ্যঃ

  • ভর বস্তুর নিজস্ব ধর্ম।
  • ভর একটি স্কেলার রাশি। অর্থাৎ ভরের শুধু মান আছে, দিক নেই।
  • কোন বস্তুকে পৃথিবী বা মহাবিশ্বের যেকোনো স্থানে গেলেও এর ভরের কোন পরিবর্তন হয় না।
  • বস্তুর গতি, উষ্ণতা, তড়িৎ অবস্থা কোন কিছুর উপর বস্তুর ভর নির্ভর করে না।

Similar Posts