পাইরোমিটার কাকে বলে? | পাইরোমিটারের প্রকারভেদ

পাইরোমিটার কাকে বলে?

Pyros শব্দের অর্থ হলো Fire অর্থাৎ আগুন। 1000°C তাপমাত্রার অধিক তাপমাত্রা পরিমাপের জন্য পাইরোমিটার (Pyrometer) ব্যবহার করা হয়। পাইরোমিটারকে উত্তপ্ত বস্তুর গায়ে স্পর্শ করাতে হয় না। তাই উত্তপ্ত বস্তুর তাপমাত্রা অনেক বেশি হলেও যন্ত্রের কোন ক্ষতি হয় না।

পাইরোমিটারের প্রকারভেদ

পাইরোমিটার দুই প্রকারের হয়। যথাঃ

১) পূর্ণ বিকিরণ পাইরোমিটার এবং

২) আলোক পাইরোমিটার।

১) পূর্ণ বিকিরণ পাইরোমিটারঃ পূর্ণ বিকিরণ পাইরোমিটারের সাহায্যে কোন বস্তু কর্তৃক বিকীর্ণ তাপের পরিমাপ করে স্টিফেন এর সূত্র প্রয়োগ করে তাপমাত্রা নির্ণয় করা যায়।

২) আলোক পাইরোমিটারঃ কোন বস্তুকে খুব উত্তপ্ত করলে এটি আলো বিচ্ছুরণ করে এবং তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে এর ঔজ্জ্বল্য বাড়ে। এর ঔজ্জ্বল্যে উপর ভিত্তি করে অর্থাৎ আলোকীয়ভাবে প্রত্যক্ষ করে তাপমাত্রা নির্ণয় করা হয়। তাই একে আলোক পাইরোমিটার বলা হয়।

Similar Posts