তাপ-তড়িৎ থার্মোমিটার কাকে বলে?
তাপ-তড়িৎ থার্মোমিটার কাকে বলে?
তাপ-তড়িৎ থার্মোমিটারের মূলতত্ত্ব হলোঃ দুটি ভিন্ন ধাতুর তারের দুই প্রান্ত জোড়া লাগিয়ে যদি বর্তনী তৈরী করা যায় এবং তার দুটির সংযোগ স্থল দুটিতে তাপমাত্রার ব্যবধান সৃষ্টি করা যায়, তাহলে ঐ বর্তনীতে তড়িৎ প্রবাহিত হবে। বর্তনীতে যে তাড়িচ্চালক বলের উদ্ভব হয় তাকে তাপীয় তড়িচ্চালক বল বলা হয়।