আদর্শ কৃষ্ণ বস্তু কাকে বলে?
আদর্শ কৃষ্ণ বস্তু কাকে বলে?
যদি কোন বস্তু আপতিত বিকীর্ণ তাপের কোন অংশ প্রতিফলিত বা সঞ্চারিত না করে সবটুকুই শোষণ করে, তাহলে সে বস্তুকে আদর্শ কৃষ্ণ বস্তু বলে।
আদর্শ কৃষ্ণ বস্তু হিসেবে যে সব বস্তুকে বিবেচনা করা হয়, এদের কোনটিই প্রকৃতপক্ষে আদর্শ কৃষ্ণ বস্তু নয়। এদের শোষণ ক্ষমতা 100% এর কাছাকাছি বলে এদের কৃষ্ণ বস্তু বলে বিবেচনা করা হয়।
যেমনঃ কালো প্লাটিনাম 98% আপতিত বিকিরণ শোষণ করতে পারে। প্রদীপের কালির তল 96% আপতিত তাপ শোষণ করতে পারে।