ল সা গু কাকে বলে? | ল.সা.গু এর সূত্র

ল সা গু কাকে বলে?

ল সা গু এর পূর্ণ রূপ হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক।

দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণিতকগুলির মধ্যে যে গুণিতকটি ক্ষুদ্রতম, তাকে প্রদত্ত সংখ্যাগুলির ল সা গু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক বলে।

যেমনঃ ১০, ২০, ৩০ এবং ৪০ প্রতিটি সংখ্যাই ২, ৫ ও ১০ দ্বারা বিভাজ্য।

সুতরাং সংখ্যা চারটির ল.সা.গু হবে ২।

ল.সা.গু এর সূত্র

দুটি সংখ্যার ল.সা.গু = সংখ্যা দুটির গুণফল ÷ গ.সা.গু।

একাধিক ভগ্নাংশের ল.সা.গু.= (লবগুলির ল.সা.গু.)÷(হরগুলির গ.সা.গু)

গ সা গু কাকে বলে?

গ.সা.গু এর পূর্ণরূপ হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক।

দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বৃহত্তম সংখ্যাটিকে গ.সা.গু বলে।

১৬ এবং ২০ এর গ.সাগু হবে-

১৬ এর গুণনীয়ক = ১, ২, ৪, ৮, ১৬

২০ এর গুণনীয়ক = ১, ২, ৪, ৫, ১০, ২০।

এদের মধ্যে সাধারণ গুণনীয়ক হলো ১, ২ এবং ৪।

এখানে সবচেয়ে বড় হলো ৪, কাজেই গ.সা.গু = ৪।

Similar Posts