কেলাসন বা স্ফটিকীকরণ কাকে বলে? | কেলাসন প্রক্রিয়া

কেলাসন বা স্ফটিকীকরণ কাকে বলে?

একটি নির্দিষ্ট দ্রাবকে দ্রবণীয় কোন তাপহারী কঠিন বস্তুর উত্তপ্ত সম্পৃক্ত দ্রবণকে ধীরে ধীরে শীতল করে দ্রবীভূত পদার্থকে দ্রবণ হতে সুষম ও নির্দিষ্ট কেলাস আকারে পৃথক করার পদ্ধতিকে কেলাসন বা স্ফটিকীকরণ বলে।

কেলাসন প্রক্রিয়ায় সাধারণ ব্যবহৃত জৈব দ্রাবক

  • হেক্সেন
  • টেট্রাক্লোররোমিথেন
  • টলুইন
  • ডাইক্লোরো মিথেন
  • ট্রাইক্লোরোমিথেন বা ক্লোরোফরম
  • পানি
  • মিথানল
  • প্রপানোন
  • ইথাইল ইথানোয়েট
  • ইথোক্সি ইথেন বা ডাই ইথাইল ইথার

কেলাসন প্রক্রিয়া

প্রথমে উপযুক্ত দ্রাবক বাছাই করে সে দ্রাবকে উচ্চতর তাপমাত্রায় পরীক্ষণীয় কঠিন যৌগটির একটি সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করা হয়। ঐ দ্রবণটিকে গরম অবস্থায় ছেঁকে নিলে অদ্রবণীয় অপদ্রব্যসমূহ বিশেষ হিসেবে ছাঁকন কাগজের উপর থেকে যায়। এবার পরিস্রাবণ শেষ করে পরিস্রুতকে কক্ষ তাপমাত্রায় রেখে দিলে ধীরে ধীরে পদার্থটির বড় বড় কেলাস বা দানা পৃথক হতে শুরু করে। এ কেলাসসমূহ ছেঁকে পৃথক করা হয়। এভাবে প্রাপ্ত বিশুদ্ধ যৌগের কেলাসগুলোকে সামান্য পরিমাণ দ্রাবক দ্বারা একাধিক বার ধৌত করা হয় এবং ছাঁকন কাগজ দিয়ে জড়িয়ে শুষ্ক করার পর চুল্লীতে শুকানো হয় অথবা ডেসিকেটরে অনুপ্রেষ অবস্থায় কয়েক ঘণ্টা রেখে দিলে শুষ্ক কেলাস পাওয়া যায়।

Similar Posts