নিম্নচাপ পাতন কাকে বলে? | নিম্নচাপ পাতনের ব্যবহার
নিম্নচাপ পাতন কাকে বলে?
যে সকল তরল পদার্থ স্বাভাবিক এবং কম তাপমাত্রায় বিয়োজিত হয় তাদের বিশোধনের জন্য প্রযোজ্য।
তরল পদার্থের উপস্থিত বায়ু চাপ কমালে স্ফুটনাংক হ্রাস পায়। যে সকল জৈব তরল পদার্থ স্বাভাবিক বায়ুচাপে পাতনের সময় স্ফুটনাংকে বা তার কাছাকাছি তাপমাত্রায় বিয়োজিত হয় সেগুলোকে হ্রাসকৃত চাপে পাতন করে বিশোধন করা হয়। এ প্রক্রিয়ার নাম নিম্নচাপ পাতন।
অর্থাৎ নিজস্ব উচ্চ স্ফুটনাংকে বিয়োজন প্রবণ কোন তরল পদার্থকে নিম্ন চাপ অপেক্ষাকৃত নিম্ন তাপমাত্রায় পাতিত করে তার মিশ্রণ থেকে পৃথক করার পদ্ধতিকে নিম্নচাপ বা অনুপ্রেষ পাতন করা হয়। অতিরিক্ত নিম্নচাপে পাতন করা হলে তাকে শূন্য চাপ পাতন বা ভ্যাকুয়াম পাতন (vacuum distillation) বলে।
নিম্নচাপ পাতনের ব্যবহার
১) গবেষণাগারে অনেক তরল পদার্থের দ্রুত ও সন্তোষজনক পাতন করা সম্ভব।
২) সাবান শিল্পের বর্জ্য লাই হতে বিশুদ্ধ গ্লিসারিন সংগ্রহ করা হয়।
৩) চিনি শিল্পে আখের রসকে গাঢ় করা হয় ইত্যাদি।