পাতন কাকে বলে?
পাতন কাকে বলে?
তরল পদার্থের বিশোধনের জন্য পাতন পদ্ধতি সর্বাধিক ব্যবহৃত হয়।
পাতন হচ্ছে একটি প্রক্রিয়া যাতে কোন তরল পদার্থকে তাপ প্রয়োগ করে বা বাহ্যিক চাপ কমিয়ে অথবা একই সঙ্গে তাপ প্রয়োগ ও চাপ কমিয়ে তরলকে বাষ্পে রূপান্তর করে ঐ বাষ্পকে শীতল করে তরলে পরিণত করা, অর্থাৎ পাতন = বাষ্পীভবন + ঘনীভবন।
প্রয়োজনানুসারে চার ধরনের পাতন পদ্ধতি পরীক্ষগারে ব্যবহার করা হয়। যথাঃ
১) সাধারণ পাতনঃ স্ফুটন তাপমাত্রায় এবং স্বাভাবিক চাপে যে সকল তরল বিয়োজিত হয় না তাদের বেলায় প্রযোজ্য।
২) আংশিক পাতনঃ কাছাকাছি স্ফুটনাংক বিশিষ্ট একাধিক তরল পদার্থের মিশ্রণ থেকে উপাদান পৃথকীকরণে প্রযোজ্য।
৩) নিম্নচাপ পাতনঃ যে সকল তরল পদার্থ স্বাভাবিক এবং কম তাপমাত্রায় বিয়োজিত হয় তাদের বিশোধনের জন্য প্রযোজ্য।
৪) স্টীম পাতনঃ পানিতে অদ্রবণীয় ও জলীয় বাষ্পে উদ্বায়ী পদার্থের বিশোধনের জন্য প্রযোজ্য।