অ্যাম্পিয়ার কাকে বলে?

অ্যাম্পিয়ার কাকে বলে?

কোন পরিবাহীর যে কোন অংশের মধ্য দিয়ে এক কুলম্ব চার্জ এক সেকেন্ড সময় ধরে প্রবাহিত হলে উক্ত পরিমাণ চার্জকে এক অ্যাম্পিয়ার (Ampere) বা অ্যাম্পিয়ার বলে। একে A দ্বারা সূচিত করা হয়।

তড়িৎ প্রবাহের আন্তর্জাতিক একক হলো অ্যাম্পিয়ার (A)।

বিখ্যাত ফরাসি বিজ্ঞানী আঁদ্রে মারি অ্যাম্পায়ার এর নামানুসারে এই এককের নামকরণ করা হয়েছে। তিনি ফরাসি গণিতবিদ এবং পদার্থবিজ্ঞানী। তিনি তড়িৎগতিবিজ্ঞানের জনক হিসেবে বিবেচিত।

Similar Posts