ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশ | ব্যবসায়ের ক্রমবিকাশের ধারা
ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশ
ব্যবসায়ের উৎপত্তির মূলে ছিল মানুষের অভাববোধ। দিনে দিনে মানুষের চাহিদা বৃদ্ধি পাবার সাথে সাথে অর্থনৈতিক কর্মকাণ্ডের আওতাও বাড়তে থাকে। ফলে শুধু হয় পশু শিকার, খাদ্যশস্য উৎপাদন ও পণ্য বিনিময়ের মতো কর্মকাণ্ড। কিন্তু পণ্য বা দ্রব্য বিনিময় করেও প্রয়োজন মেটানো যায় নি। ফলে দ্রব্য বিনিময়ের স্থলে বিনিময়ের মাধ্যম হিসেবে স্বর্ণ-রৌপ্যের মুদ্রা ও পরবর্তীকালে কাগজি মুদ্রার প্রচলন হয়। ব্যবসায়ের ক্রমবিকাশের এ ধারাকে প্রাচীন, মধ্য ও আধুনিক যুগ এই তিন পর্যায়ে বিভক্ত করা যায়।
ব্যবসায়ের ক্রমবিকাশের ধারা
প্রাচীন যুগ
- পশু শিকার
- মৎস শিকার
- ফলমূল আহরণ
- কৃষিকার্য
- দ্রব্য বিনিময়
মধ্য যুগ
- বিনিময়ের মাধ্যম হিসেবে দুষ্প্রাপ্য শামুক, ঝিনুক, কড়ি ও পাথর ব্যবহার
- বিনিময়ের মাধ্যম হিসেবে স্বর্ণ, রৌপ্য ও অন্যান্য ধাতব মুদ্রার ব্যবহার
- কাগজি মুদ্রার প্রচলন
- বাজার ও শহর সৃষ্টি
- ব্যবসায় সংগঠনের উদ্ভব
আধুনিক যুগ
- শিল্প বিপ্লব
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন
- বিভিন্ন শিল্প কারখানার বিকাশ
- বৃহদায়তন উৎপাদন ও বণ্টন ব্যবস্থা প্রচলন
- ব্যাংক ও বিমা ব্যবস্থার সম্প্রসারণ
- এটিএম কার্ড প্রচলন
- মোবাইল ব্যাংকিং প্রচলন