তাপন মূল্য কাকে বলে?

তাপন মূল্য কাকে বলে?

জ্বালানির উৎকর্ষতাকে তাপন মূল্য দ্বারা পরিমাপ করা হয়।

কঠিন ও তরল জ্বালানির ক্ষেত্রে একক ভর এবং গ্যাসীয় জ্বালানীর ক্ষেত্রে একক আয়তন কোন জ্বালানীর বাতাসের সম্পূর্ণ দহনের ফলে যে তাপ উৎপন্ন হয় তাকে ওই জ্বালানির তাপন মূল্য বলে।

তাপন মূল্যের এককগুলি হলো –

কঠিন ও তরল জ্বালানির ক্ষেত্রেঃ ক্যালরি/গ্রাম, কিলো ক্যালরি / কি.গ্রা. এবং বি.টিএইচ. ইউ. / পাউন্ড (B.Th.U./1b) এরা যথাক্রমে 1 গ্রাম বা 1 কি.গ্রা. বা 1 পাউন্ড জ্বালানির সম্পূর্ণ দহনের ফলে যত ক্যালরি বা কিলো ক্যালরি বা ব্রিটিশ থার্মাল একক তাপ উৎপন্ন হয় সেগুলোকে বুঝায়।

গ্যাসীয় জ্বালানির ক্ষেত্রেঃ কিলো ক্যালরি/ঘন মিটার বা বি.টিএইচ. ইউ. / ঘন ফুট। এরা যথাক্রমে 1 ঘন মিটার বা 1 ঘন ফুট জ্বালানির সম্পূর্ণ দহনের ফলে যত ক্যালরি বা ব্রিটিশ থার্মাল একক তাপ উৎপন্ন হয় সেগুলোকে বোঝায়।

Similar Posts