বিটুমিনাস কয়লা কি?
বিটুমিনাস কয়লা কি?
বিটুমিনাস কয়লা তিন ধরনের হয়। যথাঃ
১) সাব-বিটুমিনাস কয়লা
২) বিটুমিনাস কয়লা
৩) সেমি-বিটুমিনাস কয়লা।
১) সাব-বিটুমিনাস কয়লাঃ এত জলীয় বাষ্প ও উদ্বায়ী পদার্থের পরিমাণ খুব বেশি। শুষ্ক অবস্থায় উপাদানগুলির ওজন অনুপাত হলো –
কার্বন (C) = 77%
হাইড্রোজেন (H) = 5%
নাইট্রোজেন (N) = 1.8%
অক্সিজেন (O) = 16.2% এর তাপন মূল্য = 7000 কিলো ক্যালরি / কি.গ্রা.।
এটি জ্বালানী হিসেবে ব্যবহৃত হয়।
২) বিটুমিনাস কয়লাঃ এতে উদ্বায়ী পদার্থের পরিমাণ = 20 -45 %। শুষ্ক অবস্থায় উপাদানগুলির ওজন অনুপাত হলো –
কার্বন (C) = 83%
হাইড্রাজেন (H) =5%
নাইট্রোজেন (N) = 2%
অক্সিজেন (O) = 10% এর তাপন মূল্য 8000 – 8500 কিলো ক্যালরি/কি.গ্রা.।
এটি ধাতু নিষ্কাশনে ব্যবহৃত কোক তৈরিতে, কোল গ্যাসের শিল্পোৎপাদনে এবং গৃহস্থালীতে জ্বালানী হিসাবে ব্যবহৃত হয়।
৩) সেমি-বিটুমিনাস কয়লাঃ এতে পদার্থের পরিমাণ কম।শুষ্ক অবস্থায় এর উপাদানগুলির ওজন অনুপাত হলো –
কার্বন (C) = 90%
হাইড্রাজেন (H) =4.5%
নাইট্রোজেন (N) = 1.5%
অক্সিজেন (O) = 4% এর তাপন মূল্য 8500 – 8600 কিলো ক্যালরি/কি.গ্রা.।