সালফিউরিক এসিডের সাথে ফসফরাসের বিক্রিয়া
সালফিউরিক এসিডের সাথে ফসফরাসের বিক্রিয়া
3H₂SO₄+2P → 2H₃PO₃+3SO₂
3H₂SO₄+2P → 2H₃PO₃+3SO₂
পদার্থের পরিবর্তন কাকে বলে? বাহ্যিক তাপ, চাপ ও অন্য পদার্থের সংস্পর্শে পরিবেশে বিদ্যমান পদার্থগুলো পরিবর্তিত হয়ে যায়, যা পদার্থের পরিবর্তন নামে পরিচিত। পদার্থের পরিবর্তনের প্রকারভেদ পদার্থের পরিবর্তন দুই প্রকার। যথাঃ ১। ভৌত পরিবর্তন এবং ২। রাসায়নিক পরিবর্তন।
বয়েলের সূত্রঃ স্হির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের যেকোনো গ্যাসের আয়তন ঐ গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। অর্থাৎ স্হির তাপমাত্রায় গ্যাসের চাপ বৃদ্ধি করলে আয়তন হ্রাস পায়। বয়েলের গাণিতিক সমীকরণ নিম্নরূপ- P₁V₁ = P₂V₂ = K ——-(i) আমরা জানি, গ্যাসের ঘনত্ব = (ভর / আয়তন) d = (W / V ) বা, আয়তন = (ভর / ঘনত্ব)….
দ্রাবক নিষ্কাশন কাকে বলে? যে প্রক্রিয়ায় কোন দ্রাবকে একাধিক পদার্থের একটি দ্রবণ থেকে অন্য কোন উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত করে মিশ্রণের একটি নির্দিষ্ট পদার্থকে পৃথক করা হয় তাকে দ্রাবক নিষ্কাশন বলে। কোন জৈব যৌগকে এর জলীয় দ্রবণ হতে কোন নির্দিষ্ট জৈব দ্রাবকে দ্রবীভূত করে আলাদা করে বিশোধন করা হয়। এ পদ্ধতিকেই দ্রাবক-নিষ্কাশন বলা হয়।
লোহায় মরিচা ধরার কারণঃ লোহা শক্ত কিন্তু মরিচা ভঙ্গুর। বিশুদ্ধ লোহা জলীয় বাষ্পের উপস্থিতিতে বায়ুর অক্সিজেনের সাথে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে লোহার অক্সাইড নামক এক প্রকার রাসায়নিক পদার্থে পরিণত হয়। এই রাসায়নিক পদার্থের কারণেই লোহায় মরিচা ধরে। মরিচা কি? আর্দ্র আয়রন (III) অক্সাইডকে মরিচা বলে। যার সংকেত হলো Fe2O3·nH2O মরিচার সংকেত লিখ মরিচার সংকেত হলো Fe2O3·nH2O.
লা-শাতেলিয়ার নীতি কি? কোনো বিক্রিয়ার সাম্যাবস্থায় থাকাকালীন যদি তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তন করা হয় তবে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তিত হয় যেন তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়।
হেসের তাপ সমষ্টিকরণ সূত্রটি কী? যদি প্রারম্ভিক ও শেষ অবস্থা স্থির থাকে তবে কোন বিক্রিয়া এক বা একাধিক ধাপে সংগঠিত হোক না কেন, প্রতিক্ষেত্রে বিক্রিয়া তাপ বা এনথালপি সমান থাকে।