গরম পানির সাথে P₂O₅ এর বিক্রিয়া
গরম পানির সাথে P₂O₅ এর বিক্রিয়া
গরম পানির সাথে P₂O₅ বিক্রিয়া করে ফসফরিক অ্যাসিড বা অর্থো ফসফরিক এসিড উৎপন্ন করে।
P₂O₅ +3H₂O → 2H₃PO₄
গরম পানির সাথে P₂O₅ বিক্রিয়া করে ফসফরিক অ্যাসিড বা অর্থো ফসফরিক এসিড উৎপন্ন করে।
P₂O₅ +3H₂O → 2H₃PO₄
ফরমালিন কাকে বলে? ফরমালডিহাইডের (রাসায়নিক সংকেত HCHO) ৩৭ থেকে ৪০ শতাংশ জলীয় দ্রবণই হলো ফরমালিন। ফরমালিনে ফরমালডিহাইড ছাড়াও ১০ থেকে ১৫ শতাংশ মিথানল মিশ্রত থাকে। উল্লেখ করা যেতে পারে যে ফরমালডিহাইড ও মিথানল উভয়ই বিষাক্ত রাসায়নিক পদার্থ এবং মানব দেহের জন্য ক্ষতির কারণ। ফরমালিন ফরমালিন এর ব্যবহার ফরমালিন এন্টি- ব্যাকটেরিয়াল বা সংক্রামক ব্যাধি নাশক হিসেবে…
লিমিটিং বিক্রিয়ক কি? বিক্রিয়ার সময় একাধিক বিক্রিয়কের মধ্যে যে বিক্রিয়ক অবশিষ্ট থাকে না তাকে লিমিটিং বিক্রিয়ক বলে।
এক পরমাণুক গ্যাস কি? যে সমস্ত গ্যাসীয় মৌলে একটি মাত্র পরমাণু থাকে, তাদেরকে এক পরমাণুক গ্যাস বলা হয়। যেমন- হিলিয়াম(He), নিয়ন(Ne), আর্গন (Ar) ইত্যাদি এক পরমাণুক গ্যাস।
প্যারাফিন কি? অ্যালকেনসমূহ কার্বন-কার্বন ও কার্বন-হাইড্রোজেন শক্তিশালী একক সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত হওয়ায় এরা সাধারণত রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না ফলে এদেরকে প্যারাফিন বলা হয়।
চিনির রাসায়নিক সংকেত কি? চিনির রাসায়নিক সংকেত হলো : C12H22O11
সেমিমোলার দ্রবণ কাকে বলে? নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার আয়তনের কোনো দ্রবণে 0.5 mol দ্রব দ্রবীভূত হলে তাকে সেমিমোলার দ্রবণ বলে। অথবা, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবের এক লিটার দ্রবণে অর্ধমোল (0.5 mol) দ্রব দ্রবীভূত থাকলে উক্ত দ্রবণকে ঐ দ্রবের সেমিমোলার (0.5 M) দ্রবণ বলে।