একটি জারক পদার্থ কি সরাসরি তাপ দেওয়া যায়? কেন?
একটি জারক পদার্থ কি সরাসরি তাপ দেওয়া যায়? কেন?
জারক পদার্থ সরাসরি তাপ দেয়া যায় না। কারণ তাপ প্রদানে এগুলো বাষ্প তৈরি করে বা চোখে লেগে বা শ্বাসের সাথে শরীরে প্রবেশ করে ক্ষতিসাধন ক
জারক পদার্থ সরাসরি তাপ দেয়া যায় না। কারণ তাপ প্রদানে এগুলো বাষ্প তৈরি করে বা চোখে লেগে বা শ্বাসের সাথে শরীরে প্রবেশ করে ক্ষতিসাধন ক
মালাকৃতির মূল কি? কোনো অস্থানিক মূল পর্যায়ক্রমে স্ফীত হয়ে সংকুচিত হলে সেটাই হলো মালা আকৃতির মূল।
বৈষম্যভেদ্য পর্দা কি? যে পর্দার ভিতর শুধু দ্রাবক প্রবেশ করতে পারে কিন্তু দ্রব প্রবেশ করতে পারে না তাই বৈষম্যভেদ্য পর্দা।
পরিপাক কি? যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় পৌষ্টিক নালির ভেতরে জটিল খাদ্য নির্দিষ্ট এনজাইমের ক্রিয়ায় বিশ্লেষিত হয়ে শোষণযোগ্য খাদ্যসারে পরিণত হয় সেই প্রক্রিয়াই হলো পরিপাক।
যৌন প্রজনন কি? যখন একই প্রজাতির দুটি বিপরীত লিঙ্গের (স্ত্রী ও পুরুষ) প্রাণী ডিম্বাণু ও শুক্রাণ তৈরির মাধ্যমে এবং নিষেক ক্রিয়া সম্পানের সাহায্যে বংশবৃদ্ধি করে তাকে যৌন জনন বলে।
সেরিব্রাম এর কাজ মস্তিষ্কের মধ্যে সেরিব্রাম সবচেয়ে বড় অংশ। এটি প্রত্যেক অঙ্গ থেকে স্নায়ুতাড়না গ্রহণের এবং প্রত্যেক অঙ্গে স্নায়ুতাড়না প্রেরণের উচ্চতর কেন্দ্র। দেহ সঞ্চালন তথা প্রত্যেক কাজ ও অনুভূতির কেন্দ্র হলো সেরিব্রাম। এটি মানুষের চিন্তা, চেতনা, জ্ঞান, স্মৃতি, ইচ্ছা বাকশক্তি ও ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। কোনো উদ্দীপকের প্রতি কি ধরনের সাড়া দিতে হবে এ…
যকৃতকে রাসায়নিক গবেষণাগার বলা হয় কেন? যকৃত মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি। যকৃত পিত্তরস তৈরি করে, গ্লাইকোজেন সঞ্চয় করে, অ্যামাইনো এসিডের মাত্রা নির্দিষ্ট রাখে। পিত্তরস চর্বিজাতীয় খাদ্য কণা ভাঙতে সহায়তা করে, খাদ্যের অম্লভাব দূর করে। যকৃত এইরূপ বিভিন্ন রকম জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটে বলে। একে রাসায়নিক গবেষণাগার বলা হয়।