প্রতিফলক তল কাকে বলে?
প্রতিফলক তল কাকে বলে?
আলোক রশ্মি গমন পথে যে মসৃণ তলে বাধা পেয়ে আগের মাধ্যমে ফিরে যায় বা প্রতিফলিত হয় তাকে প্রতিফলক তল বলে।
আলোক রশ্মি গমন পথে যে মসৃণ তলে বাধা পেয়ে আগের মাধ্যমে ফিরে যায় বা প্রতিফলিত হয় তাকে প্রতিফলক তল বলে।
ধারকের সমবায় কাকে বলে? একাধিক ধারককে একত্রে ব্যবহার করাকে ধারকের সমবায় বলে।
চৌম্বক ক্ষেত্র কাকে বলে? কোনো চুম্বক বা বিদ্যুৎবাহী তারের চতুর্দিকে যে অঞ্চল জুড়ে একটি চৌম্বক শলাকা বিক্ষেপ দেখায় তাকে ঐ চু্ম্বক বা বিদ্যুবাহী তারের চৌম্বক ক্ষেত্র বলে।
স্ফুটন কাকে বলে? স্ফুটন কি? তাপ প্রয়োগে কোনো তরলকে দ্রুত বাষ্পে পরিণত করাকে স্ফুটন বলে। কোন তরল পদার্থে তাপ প্রয়োগ করলে এর তাপমাত্রা বৃদ্ধি পায়। বাড়তে বাড়তে একটি নির্দিস্ট তাপমাত্রায় পৌছালে তরল পদার্থটি ফুটতে শুরু করে এবং দ্রুত বাষ্পে পরিণত হয়। তাপ প্রয়োগে তরল পদার্থের দ্রুত বাষ্পে পরিণত হওয়াকে স্ফুটন বলে। যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ তরল বাষ্পে…
কোনো বস্তুতে ত্বরণ সৃষ্টি হয় কেন? কোনো বস্তুর উপর বল ক্রিয়া করলে সেটি যদি সুষম বেগে না চলে তার বেগ সময়ের সাথে বৃদ্ধি বা হ্রাস পেতে পারে এক্ষেত্রে মানের পরিবর্তন বা দিকের পরিবর্তন বা উভয়ের পরিবর্তন হতে পারে। আবার, সময়ের সাথে অসম বেগের পরিবর্তনের হারই হলো ত্বরণ। সুতরাং এটি বলা যায় যে বস্তুর বেগের পরিবর্তনই…
কাচে গুলি করলে ছিদ্র হয় কিন্তু ঢিল ছুঁড়লে কাচ চূর্ণবিচূর্ণ হয় আমরা জানি, A ক্ষেত্রফলের উপর F বল প্রযুক্ত হলে উৎপন্ন চাপ, P = F/A. অর্থাৎ বলের মান যত বেশি হবে এবং ক্ষেত্রফল যত কম হবে প্রযুক্ত চাপের পরিমাণ তত বেশি হবে। বন্দুকের গুলির আকার ছোট এবং এটি অনেক গতিশক্তি নিয়ে কাচের উপর বল প্রয়োগ…
পড়ন্ত বস্তুর ২য় সূত্র স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময় (t) প্রাপ্ত বেগ (v) ঐ সময়ের সমানুপাতিক অর্থাৎ v∞t