Similar Posts
তাপমাত্রা কি?
তাপমাত্রা কি? তাপমাত্রা হলো বস্তুর তাপীয় অবস্থা যা নির্ধারণ করে, বস্তুটি অপর কোনা বস্তুর সংস্পর্শে আসলে তাপ দিবে না নিবে।
অস্পর্শ বল কাকে বলে?
অস্পর্শ বল কাকে বলে? যে বল সৃষ্টির জন্য দুইটি বস্তুকে প্রত্যক্ষ সংস্পর্শে আসতে হয় না তাকে অস্পর্শ বল বলে। দুইটি কণার মধ্যবর্তী বল মহাকর্ষ বল। দু’টি আহিত বস্তুর মধ্যবর্তী বল তড়িৎ বল, একটি চুম্বক এক একটি চৌম্বক পদার্থের মধ্যে ক্রিয়াশীল বল চৌম্বক বল।
বাইনারী সংখ্যা পদ্ধতি কি?
বাইনারী সংখ্যা পদ্ধতি কি? যে সংখ্যা পদ্ধতিতে সকল সংখ্যাকে 0 এবং 1 কেবল এই দুইটি অঙ্ক দ্বারা প্রকাশ করা হয় তাকে বাইনারী সংখ্যা পদ্ধতি বলে।
সুষম তড়িৎ ক্ষেত্র কাকে বলে?
সুষম তড়িৎ ক্ষেত্র কাকে বলে? যে তড়িৎক্ষেত্রের সকল বিন্দুতে প্রাবল্যের মান সমান ও অভিমুখ একই হয় তাকে সুষম তড়িৎক্ষেত্র বলে। সুষম তড়িৎক্ষেত্রের বলরেখাগুলো পরস্পর সমান্তরাল ও সম-ঘনত্ববিশিষ্ট হয়। কয়েকটি সমান্তরাল সরলরেখা অঙ্কন করে তাতে তীর চিহ্ন দিয়ে সুষম তড়িৎক্ষেত্র নির্দেশ করা হয়। কোন আধান থেকে বহু দূরে খুব অল্প জায়গায় তড়িৎক্ষেত্র মোটামুটি সুষম ধরা যেতে…
পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কাকে বলে?
পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কাকে বলে? প্রযুক্ত বল অপসারণ করলে যদি বিকৃত বস্তু সম্পূর্ণভাবে তাদের পূর্বাবস্থায় ফিরে আসে, তবে সে বস্তুকে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলে। বাস্তবে কোন বস্তুই পূর্ণ স্থিতিস্থাপক নয়।
কাচের জানালায় বুলেট লাগলে আশেপাশের কাচ ফেটে যায় না কেন?
কাচের জানালায় বুলেট লাগলে আশেপাশের কাচ ফেটে যায় না কেন? গুলি খুব দ্রতগামী হওয়ায় অল্প সময়ের জন্য কাচের সংস্পর্শে থেকে কাচের উপর বৃহৎ বল প্রয়োগ করে। এই অল্প সময়ের মধ্যে কাচের যে অংশের সঙ্গে গুলির সংস্পর্শ ঘটে সে অংশটি গতিবেগ লাভ করে। কিন্তু অন্যান্য অংশ গতিবেগ লাভের কোনো সুযোগ পায় না। অর্থাৎ অন্যান্য অংশ স্থিতি…