পদার্থ বিজ্ঞান

তির্যক তরঙ্গ কাকে বলে?

1 min read

তির্যক তরঙ্গ কাকে বলে?

কোনো স্থিতিস্থাপক মাধ্যমে তরঙ্গ বিস্তারের সময় মাধ্যমের কণাগুলোর যদি তরঙ্গের গতির অভিমুখের সঙ্গে লম্বভাবে কম্পিত হয়, তবে ঐ তরঙ্গকে তির্যক তরঙ্গ বলে।

তির্যক তরঙ্গের উদাহরণঃ আলোক তরঙ্গ, বেতার তরঙ্গ, পানির তরঙ্গ ইত্যাদি।

পানির মধ্যে তরঙ্গ সৃষ্টি হয় সে ক্ষেত্রে পানির কণাগুলোর সাম্য অবস্থান পানির তল থেকে উপর-নিচ ওঠা-নামা করে। কিন্তু তরঙ্গ পানির পৃষ্ঠ বা পানির তলের উপর দিয়ে সামনে ছড়িয়ে পড়ে। এ ধরনের তরঙ্গ অনুপ্রস্থ তরঙ্গ বা তির্যক তরঙ্গ।

অর্থাৎ যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর স্পন্দনের দিকের সাথে সমকোণে অগ্রসর হয়, তাকে অনুপ্রস্থ তরঙ্গ বা তির্যক তরঙ্গ বলে।

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x