শিক্ষাক্ষেত্রে শিক্ষকের ভূমিকা
শিক্ষাক্ষেত্রে শিক্ষকের ভূমিকা
বিশ্বায়নে শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের যোগ্য করে তোলার জন্য শ্রেণিকক্ষে শিক্ষাদানে শিক্ষকের ভূমিকা নিম্নরূপ –
১। শিক্ষা বিষয়ের প্রতি শিক্ষার্থীদের মনোসংযোগ স্থাপন করতে হবে;
২। শিক্ষার সাথে শিক্ষার্থীর একাগ্রচিত্ততা সৃষ্টি করতে হবে;
৩। বিশ্বায়নে নতুন নতুন বিষয়ের প্রতি শিক্ষার্থীর আগ্রহ, প্রবণতা সৃষ্টি করতে হবে। এতে শিক্ষার্থীর কৌতুহলী ও মননশীলতা সৃষ্টি হবে;
৪। শ্রেণি পাঠদানে কাজ প্রদান ও আনন্দদায়ক করে তুলতে হবে;
৫। শিক্ষার্থীদের বিশ্বায়নের গুরুত্ব এবং এর প্রভাবে শিক্ষার পরিবেশ উন্নত হচ্ছে সে সম্পর্কে অবহিত করতে হবে;
৬। শিক্ষার্থীকে বিদ্যালয়ের পরিবেশের সাথে সম্পৃক্ত করতে হবে;
৭। নতুন জ্ঞানের সাথে পরিচয় ঘটানো এবং শেখার কাজ যাতে দ্রুততম হয় তা উপলব্ধি করতে দেয়া;
৮। শিক্ষার্থীর কার্যে স্বীকৃতি ও চিন্তার স্বাধীনতা প্রদান করা;
৯। শৃঙ্খলা আনয়ন ও ভীতি দূরীকরণের উপায় খুজে বের করা;
১০। শিক্ষার্থীদের মাঝে মুক্ত চিন্তা, মুক্ত মনের প্রকাশ ভঙ্গি সৃষ্টি করা;
১১। মেধা ও মননশীলতার বৈচিত্রতা আনয়ন করা;
১২। বিশ্বায়নের প্রভাবে শিক্ষার অগ্রগতি সম্পর্কে অধ্যবসায়ী মনোভাব জাগ্রতকরণের উপায় খুজে বের করতে হবে।