কৃত্রিম শ্রেণিবিন্যাস পদ্ধতি কাকে বলে? | কৃত্রিম শ্রেণিবিন্যাস কাকে বলে?
কৃত্রিম শ্রেণিবিন্যাস কাকে বলে?
উদ্ভিদের একটি বা গুটিকয়েক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যে শ্রেণিবিন্যাস করা হয়, তাকে কৃত্রিম শ্রেণিবিন্যাস বলে।
এ ধরনের শ্রেণিবিন্যাসে অনেক নিকট সম্পর্কিত উদ্ভিদের অবস্থান দূরে সরে যায় বা দূর সম্পর্কিত অনেক উদ্ভিদ কাছে চলে আসে। থিয়োফ্রাস্টাস ও লিনিয়াসের শ্রেণিবিন্যাস পদ্ধতি শ্রেণিবিন্যাসের উদাহরণ।
লিনিয়ান কেবল মাত্র উদ্ভিদ কান্ডের স্বরূপ এর উপর ভিত্তি করে সমগ্র উদ্ভিদ জগতকে চার ভাগে ভাগ করেছেন। এগুলো হলো –
১। বীরুৎঃ নরম কাণ্ড বিশিষ্ট ছোট উদ্ভিদ, যেমন: ধান, গম, ঘাস ইত্যাদি।
২। উপগুল্মঃ কাষ্ঠল কান্ড বিশিষ্ট ঝোপহীন ছোট উদ্ভিদ, যেমনঃ কল্কাসুন্দা, ধুতরা ইত্যাদি।
৩। গুল্মঃ বহুবর্ষজীবী ঝোপ জাতীয় কাষ্ঠল উদ্ভিদ, যেমনঃ রঙ্গন।
৪। বৃক্ষঃ একক কাণ্ড বিশিষ্ট বৃহৎ কাষ্ঠল উদ্ভিদ, যেমনঃ আম, জাম, কাঁঠাল ইত্যাদি।