হার্ব এর প্রকারভেদ
হার্ব এর প্রকারভেদ
আয়ুষ্কাল অনুসারে হার্বকে তিনভাগে ভাগ করা যায়। যথাঃ
১) অ্যানুয়াল বা বর্ষজীবী বীরুৎ
২) বাইয়েন্যিয়াল বা দ্বিবর্ষজীবী বীরুৎ
৩) পেরেনিয়্যাল বা বহুবর্ষজীবী বীরুৎ
অ্যানুয়াল বীরুৎ কাকে বলে? বা,
বর্ষজীবী বীরুৎ কাকে বলে?
এসব বীরুৎ মাত্র এক ঋতু অথবা এক বছরকাল জীবিত থাকে। যেমনঃ সরিষা, গম, ছোলা ইত্যাদি উদ্ভিদ।
বাইয়েনিয়্যাল বীরুৎ কাকে বলে? বা
দ্বিবর্ষজীবী বীরুৎ কাকে বলে?
এসব বীরুৎ সাধারণত দু’বছরকাল জীবিত থাকে। যেমনঃ বাঁধাকপি, মূলা প্রভৃতি উদ্ভিদ। শীতপ্রধান দেশে এসব উদ্ভিদের দ্বিবর্ষজীবীত্ব সুস্পষ্ট। প্রথম বছরে দৈহিক বৃদ্ধি ঘটে এবং দ্বিতীয় বছরে ফুল, ফল ধারণ করে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে।
পেরেনিয়্যাল বীরুৎ কাকে বলে? বা
বহুবর্ষজীবী বীরুৎ কাকে বলে?
এসব বীরুৎ দু’বছরের অধিক বেঁচে থাকে। যেমনঃ আদা, হলুদ। এদের ভূনিম্নস্থ কান্ড থেকে প্রতিবছর বায়বীয় কান্ড বের হয়। দূর্বাঘাস একটি বহুবর্ষজীবী উদ্ভিদ।