প্লাজমোডেসমাটা কাকে বলে?
প্লাজমোডেসমাটা কাকে বলে?
পাশাপাশি অবস্থিত কোষগুলো কোষ প্রাচীরের সূক্ষ্ম ছিদ্রের ভেতর দিয়ে প্রোটোপ্লাজমের সূতার মতো অংশ দিয়ে পরস্পর যুক্ত থাকে। এই সূতার মতো অংশই প্লাজমোডেসমা নামে পরিচিত। বহুবচনে প্লাজমোডেসমাটা বলে।
পাশাপাশি অবস্থিত কোষগুলো কোষ প্রাচীরের সূক্ষ্ম ছিদ্রের ভেতর দিয়ে প্রোটোপ্লাজমের সূতার মতো অংশ দিয়ে পরস্পর যুক্ত থাকে। এই সূতার মতো অংশই প্লাজমোডেসমা নামে পরিচিত। বহুবচনে প্লাজমোডেসমাটা বলে।
আজকে আমরা আলোচনা করবো কোষ বিভাজন কাকে বলে এবং এর প্রকারভেদ নিয়ে। কোষ বিভাজন কাকে বলে যে প্রক্রিয়ায় মাতৃকোষ বিভাজিত হয়ে অপত্য কোষের সৃষ্টি করে তাকে কোষ বিভাজন বলে৷ বিভাজনের মাধ্যমে সংখ্যাবৃদ্ধি কোষের একটি স্বাভাবিক এবং অতি গুরত্বপূর্ণ বৈশিষ্ট্য। বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে কোষ এককোষী নিষিক্ত ডিম্বক হতে একটি পরিণত মানুষের সৃষ্টি করে। কোষ বিভাজন একটি…
পত্ররন্ধ্র কিভাবে শ্বসনে সাহায্য করে? পত্ররন্ধ্রের মাধ্যমে উদ্ভিদ অক্সিজেন গ্রহণ করে। আর এই অক্সিজেনের সাহায্যে উদ্ভিদদেহে কোষস্থিত খাদ্যকে জারিত করে খাদ্যস্থ রাসায়নিক শক্তিকে গতিশক্তি ও তাপশক্তিতে রূপান্তরিত ও মুক্ত করে। ফলে, উদ্ভিদের দেহে শ্বসন সম্পন্ন হয়। এভাবে পত্ররন্ধ্র অক্সিজেন গ্রহণে সহায়তা করে উদ্ভিদের শ্বসনে সাহায্য করে।
গামা বৈচিত্র্য কাকে বলে? কোনো বৃহৎ ভৌগলিক পরিবেশে প্রাকৃতিক স্থলজ বা জলজ বাসস্থলে গোষ্ঠীর বা প্রজাতির গোষ্ঠীগত বিভিন্নতা কারণে সৃষ্ট জীববৈচিত্র্যেকে গামা বৈচিত্র্য বলে। হুইটেকারের মতে, গামা বৈচিত্র্র্য হলো, “…the total species diversity in a landscape.” একটি বৃহৎ প্রাকৃতিক ভূখণ্ডে স্থানীয় বা আঞ্চলিক, মাঝারি ও বৃহৎ স্থলজ ও জলজ বাসস্থলের উপস্থিতি রয়েছে। হুইটেকার একই গোষ্ঠীর…
ফুলের রঙ রঙিন হয় কেন? উদ্ভিদকোষে তিন প্রকার প্লাস্টিড থাকে। এর মধ্যে ক্রোমোপ্লাস্ট সবুজ বর্ণ ব্যতীত অন্যান্য লাল, কমলা ও হলুদ বর্ণ ধারণ করে। উদ্ভিদের ফুলে ক্রোমোপ্লাস্টের উপস্থিতির কারণে ফুলের রং রঙিন হয়ে থাকে।
সাইটোপ্লাজমীয় অঙ্গাণু কাকে বলে? সাইটোপ্লাজমের অভ্যন্তরে অবস্থিত কোষের বিভিন্ন জৈবনিক ক্রিয়াকলাপের সাথে সংশ্লিষ্ট সমস্ত সজীব বস্তুকে একত্রে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বলে। একটি আদর্শ জীবকোষে সাধারণত যেসব অঙ্গাণু দেখা যায় সেগুলো হলো – রাইবোজোম গলজি বস্তু লাইসোজোম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মাইটোকন্ড্রিয়ন প্লাস্টিড সেন্ট্রিয়ল নিউক্লিয়াস ক্রোমোজোম
স্পিন্ডল তন্তু কী? স্পিন্ডল যন্ত্রের এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত তন্তুগুলোই স্পিন্ডল তন্তু।