রসায়ন

দর্শক আয়ন কাকে বলে?

1 min read

দর্শক আয়ন কাকে বলে?

যে সকল আয়ন বিক্রিয়ক ও উৎপাদ অবস্থিত থাকে কিন্তু বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে না তাদেরকে দর্শক আয়ন বলে।

যেমনঃ HCl ও NaOH পরস্পরের সাথে বিক্রিয়া করে NaCl লবণ ও পানি উৎপন্ন করে।

HCl(aq) + NaOH(aq) → NaCl(aq) + H2O(l)

উপরিউক্ত বিক্রিয়ায় Na+ ও Cl দর্শক আয়ন। কারণ প্রকৃতপক্ষে এই প্রশমন বিক্রিয়ায় এসিড হাইড্রোজেন আয়ন(H+) সরবরাহ করে এবং ক্ষার হাইড্রোক্সাইড আয়ন (OH) সরবরাহ করে। এরপর উক্ত আয়ন দুটি পরস্পরের সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন করে। NaCl জলীয় দ্রবণে Na+ এবং Cl আয়ন হিসেবে থাকে।

H+(aq) + Cl(aq) + Na+(aq) + OH(aq) → Na+(aq) + Cl(aq) + H2O(l)

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x