কোষঝিল্লি কাকে বলে?

কোষঝিল্লি কাকে বলে?

প্রতিটি কোষ একটি সূক্ষ্ম, সজীব, স্থিতিস্থাপক ও বৈষম্যভেদ্য ঝিল্লি দিয়ে আবৃত থাকে। এ ঝিল্লিটির নামই প্লাজমা মেমব্রেন বা কোষঝিল্লি।

কার্ল নাগেলি সর্ব প্রথম এর নামকরণ করেন। এটি প্রধানত লিপিড ও প্রোটিনে গঠিত। এর গঠন বিন্যাস বর্ণনা করার জন্য বিজ্ঞানীগণ বিভিন্ন সময়ে বিভিন্ন তথ্য লিপিবদ্ধ করেছেন।

অধিকাংশ কোষ বিজ্ঞানীর মতে, লিপিড এর অণুগুলো দুটি স্তরে বিন্যস্ত হয়ে প্লাজমা মেমব্রেনের কাঠামো গঠন করে। দ্বিস্তরী লিপিড কাঠামোর মধ্যে প্রোটিন অণুগুলো দ্রবীভূত হয়ে অবস্থান করে।