ক্রোমোজোম কাকে বলে? | ক্রোমোজোম আবিষ্কারক | ক্রোমোজোমের প্রকারভেদ | ক্রোমোজোমের রাসায়নিক গঠন
ক্রোমোজোম কাকে বলে?
কোষের নিউক্লিয়াসে অবস্থিত অনুলিপন ক্ষমতা সম্পন্ন ক্ষুদ্রাঙ্গ যা বংশগতীয় উপাদান, মিউটেশন, প্রকরণ ইত্যাদি কাজে ভূমিকা পালন করে তাকে ক্রোমোজোম বলে। প্রতিটি কোষে অবস্থিত তন্তুময় বস্তু যা ক্ষারীয় রঞ্জক দ্বারা রঞ্জিত হয় তাকে ক্রোমোজোম বলা হয়। সকল জীবকোষের ক্রোমোজোম তন্তুর মতো হলেও এদের আকৃতি কোষ বিভাজনের বিভিন্ন দশায় ও উপদশায় পরিবর্তিত হয়।
ক্রোমোজোম আবিষ্কারক
১৮৭৯ সালে বিজ্ঞানী ফ্লেমিং নিউক্লিয়াসের মধ্যস্থ সূত্রাকার অংশগুলিকে ক্রোমাটিন নামে অভিহিত করেন। ১৮৮৮ সালে বিজ্ঞানী ওয়ালডেয়ার এই সূত্রাকার অংশগুলিকে ক্রোমোজোম নামে অভিহিত করেন।
ক্রোমোজোমের প্রকারভেদ
ক্রোমোজোম সাধারণত দুই প্রকারের হয়। যথাঃ
১) অটোজোম এবং
২) সেক্স ক্রোমোজোম।
অটোজোমঃ জীবজ দেহজ বৈশিষ্ট্য নির্ধারক ক্রোমোজোমকে অটোজোম বলে। মানুষের 46 টি ক্রোমোজোমের মধ্যে 44 টি অটোজোম।
সেক্স ক্রোমোজোমঃ যে ক্রোমোজোম জীবের লিঙ্গ নির্ধারণে সাহায্য করে তাদের সেক্স ক্রোমোজোম বলে।
ক্রোমোজোমের রাসায়নিক গঠন
ক্রোমোজোম প্রধানত প্রোটিন, নিউক্লিক এসিড (DNA এবং RNA) এবং কয়েকটি ধাতব আয়ন দিয়ে গঠিত। এর মধ্যে 90% DNA ও ক্ষারীয় প্রোটিন থাকে এবং 10% RNA ও অম্লীয় প্রোটিন থাকে।