কোষ ঝিল্লির কাজ নিম্নরূপ-
- কোষঝিল্লি আবরণী হিসেবে কোষের ভেতরকার সজীব অংশকে রক্ষা করে।
- এটি কোষের আকৃতি প্রদান করে।
- কোষের বহিঃ ও অন্তঃমাধ্যমের মধ্যে প্রতিবন্ধকরূপে কাজ করে।
- বিভিন্ন কোষ অঙ্গাণু, যেমন- মাইটোকন্ড্রিয়া, গলজি বস্তু, নিউক্লিয়ার মেমব্রেন ইত্যাদি সৃষ্টিতে সহায়তা করে।
- ব্যাকটেরিয়ায় কোষঝিল্লি ভাঁজ হয়ে মেসোজোম সৃষ্টি করে, যা শক্তি উৎপাদনের সাথে জড়িত।
- স্নায়ু উদ্দীপনা সংবহন করে।
- ফ্যাগোসাইটোসিস ও পিনোসাইটোসিস প্রক্রিয়ায় খাদ্য গ্রহণে সহায়তা করে।
- এনজাইম ও অ্যান্টিজেন ক্ষরণ করে।
- কোষের বাইরে থেকে নিউরোট্রান্সমিটার, হরমোন প্রভৃতি রাসায়নিকরূপে তথ্য সংগ্রহ করে।