ভাইকম সত্যাগ্রহ কাকে বলে?
ভাইকম সত্যাগ্রহ কাকে বলে?
জাতপাত ও অস্পৃশ্যতার সংস্কারই ভারতের এগিয়ে যাওয়ার পথে প্রধান বাধা। অনেক আগেই উপলব্ধি করতে পেরেছিলেন মহাত্মা গান্ধী। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়েই ১৯২৪ সালে কেরলে শুরু হয় ভাইকম সত্যাগ্রহ। সেই সময় ব্রাহ্মণ না হলে মন্দিরে প্রবেশ করা যেত না। এমনকি তার আশেপাশের রাস্তা দিয়ে অপেক্ষাকৃত নিচু জাতের মানুষরা চলতেও পারতেন না। তার বিরুদ্ধেই শুরু হয় আন্দোলন। যা ভাইকম সত্যাগ্রহ নামে পরিচিত। দীর্ঘ দিনের অহিংস এই লড়াইয়ের মাধ্যমেই জয় হাসিল সম্ভব হয়েছিল।
ভাইকম মহাদেব মন্দির, ভাইকম, কোট্টায়ম, কেরাল |
১৯২৪ সালের ৩০ মার্চ শুরু হয় ভাইকম সত্যাগ্রহ। কেরালা নিবাসী দলিত সম্প্রদায় ভুক্ত টি.কে. মাধবন, কে.কেলাপ্পান এবং কে পি কেসভা মেননের নেতৃত্বে ভাইকম সত্যাগ্রহ শুরু হয়।
কে কবে ভাইকম সত্যাগ্রহ পরিচালনা করেন?
শ্রী নারায়ণ গুরু ১৯১৪ খ্রিস্টাব্দে।