নিউক্লিওলাস কাকে বলে? | নিউক্লিওলাসের কাজ

নিউক্লিওলাস কাকে বলে?

নিউক্লিয়াসের অভ্যন্তরে অবস্থিত ক্ষুদ্র, গোল, উজ্জ্বল ও অপেক্ষাকৃত ঘন বস্তুটি নিউক্লিওলাস নামে পরিচিত। বিজ্ঞানী ফন্টানা ১৭৮১ সালে সর্বপ্রথম এটি দেখতে পান।

নিউক্লিওলাসের রাসায়নিক উপাদান হচ্ছে RNA, প্রোটিন ও DNA। এছাড়া কয়েক ধরনের এনজাইম, সামান্য লিপিড, ফসফরাস, সালফার, পটাশিয়াম প্রভৃতি খনিজ লবণও নিউক্লিওলাসে দেখা যায়।

নিউক্লিওলাসের কাজ

নিউক্লিওলাস নিউক্লিক এসিড এর ভান্ডা হিসেবে কাজ করে, রাইবোজোমের সৃষ্টি করে এবং প্রোটিন ও RNA সংশ্লেষ করে।