ক্লোরোপ্লাস্ট কাকে বলে?
উদ্ভিদের সবুজ বর্ণ সৃষ্টিকারী প্লাস্টিডের নাম ক্লোরোপ্লাস্ট। ক্লোরোফিল-a, ক্লোরোফিল-b, ক্যারোটিন ও জ্যান্থফিলের সমন্বয়ে ক্লোরোপ্লাস্ট গঠিত। কিন্তু ক্লোরোফিলের আধিক্যের কারণেই ক্লোরোপ্লাস্টের রং সবুজ।
ক্লোরোপ্লাস্টের কাজ
- থাইলাকয়েড ও স্ট্রোমা ল্যামেলীতে অবস্থিত ক্লোরোফিল এর প্রধান কাজ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করা।
- নিজের প্রয়োজনে প্রোটিন ও নিউক্লিক এসিড তৈরি করতেও এটি সক্ষম।
- ক্লোরোপ্লাস্টের কোয়ান্টোজোম ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় ADP কে ATP তে রূপান্তরিত করে।
- সালোক-শ্বসন ঘটাতে সাহায্য করে।
- বংশানুসারে নিজেস্ব বৈশিষ্ট্যের স্বকীয়তা ধারণ করে রাখে।