মাইটোকন্ড্রিয়ার কাজ
মাইটোকন্ড্রিয়ার কাজ
- শ্বসন কাজে প্রয়োজনীয় বিভিন্ন এনজাইম ও কো-এনজাইম মাইটোকন্ড্রিয়া সরবরাহ করে।
- গ্লাইকোলাইসিস ছাড়া শ্বসনের সবকটি বিক্রিয়া (যথাঃ ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ইত্যাদি) মাইটোকন্ড্রিয়ারর অভ্যন্তরে সম্পন্ন হয়।
- এরা কোষে লৌহ ও স্টোরয়েড পদার্থের জৈব সংশ্লেষ ঘটায়।
- কোষ শ্বসনের মাধ্যমে শক্তি উৎপাদনের মূল প্রক্রিয়াটি মাইটোকন্ড্রিয়াতে সাধিত হয় বলে একে জীবদেহের শক্তি উৎপাদন কেন্দ্র হিসেবে আখ্যায়িত করা হয়।
- এরা প্রোটিন সংশ্লেষণের প্রয়োজনীয় এনজাইম ধারণ করে।
- মাইটোকন্ড্রিয়ায় বিভিন্ন ধরনের ক্যাটায়ন যেমন: Ca++, S++, Fe++, Mn++ ইত্যাদি সঞ্চিত থাকে।
- ADP কে ATP তে রূপান্তরিত করার মাধ্যমে উচ্চ শক্তি বন্ধনী সৃষ্টি করে নিজের দেহে সঞ্চয় করে রাখে।
- নিজস্ব RNA ও DNA উৎপন্ন করে।
- স্নেহ বিপাকেও মাইটোকন্ড্রিয়া অংশ গ্রহণ করে।
- ডিম্বাণু ও শুকাণু গঠনে এরা ভূমিকা পালন করে।