এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ
এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ
- কোষ নিঃসৃত বিভিন্ন দ্রব্য ER-এর মাধ্যমে কোষের এক স্থান থেকে অন্যস্থানে পরিবাহিত হয়। এ কারণে এগুলোকে কোষের পরিবহনতন্ত্র বলে আখ্যায়িত করা হয়।
- রাইবোজোমে উৎপন্ন প্রোটিন পরিবহনে এটি প্রধান ভূমিকা পালন করে।
- ER কোষ অভ্যন্তরের পর্দার তলের আয়তন বৃদ্ধি করে কোষের জৈব রাসায়নিক কর্মক্ষমতা বৃদ্ধি করে।
- সংশ্লেষণের ফলে উৎপন্ন বিভিন্ন দ্রব্য, হরমোন ইত্যাদি এতে সাময়িকভাবে জমা থাকে।
- স্টেরয়েড, লিপিড ও ফসফোলিপিড সংশ্লেষণ এবং এদের আন্তঃকোষীয় চলনে সহায়তা করে।
- রাইবোজোম ও গ্লাইঅক্সিজোমের ধারক হিসেবে কাজ করে।
- অমসৃণ ER-এ প্রোটিন সংশ্লেষিত হয়।
- অনেক বিজ্ঞানী মনে করেন এতে কোষ প্রাচীর গঠনের জন্য সেলুলোজ তৈরি হয়। ফলে এরা প্রোটোপ্লাজমের কাঠামো হিসেবে কাজ করে।