উৎপাদনমুখী শিল্প কাকে বলে?
উৎপাদনমুখী শিল্প কাকে বলে?
শ্রম ও যন্ত্রের ব্যবহারের মাধ্যমে কাঁচামালকে প্রক্রিয়াজাত করে ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করাই হলো উৎপাদনমখী শিল্প।
পণ্য উৎপাদন, প্রক্রিয়জাতকরণ, সংযোজন এবং পরবর্তীতে উৎপাদিত পণ্যের পুণঃসামঞ্জস্যকরণ ও প্রক্রিয়াকরণ বিষয়ক সকল প্রকার শিল্প উৎপাদনমূখী শিল্পের অন্তর্গত। উৎপাদন শিল্পে শ্রম ও যন্ত্রের ব্যবহারের মাধ্যমে কাঁচামালকে প্রক্রিয়জাত করে চুড়ান্ত পণ্যে রূপান্তরিত করা হয়। বস্ত্র শিল্প, পাট শিল্প, চিনি শিল্প, সার শিল্প,সিনেমা শিল্প, চামড়া শিল্প, জাহাজ নির্মান শিল্প এবং রেল ইঞ্জিনিয়ারিং শিল্প উৎপাদনমূখী শিল্পের উদাহরণ।