সাইনোভিয়াল তরল কি?

সাইনোভিয়াল তরল কি?

দুই বা ততোধিক অস্থির সংযোগস্থলকে অস্থিসন্ধি বলে।

প্রতিটি সন্ধির অস্থি প্রান্তগুলো একপ্রকার সরু দড়ির ন‍্যায় বন্ধনী অর্থাৎ লিগামেন্ট দ্বারা দৃঢ় ভাবে সংলগ্ন থাকে যাতে অস্থিগুলি সন্ধিস্থল হতে বিচ‍্যুত না হয়।

আবার প্রতিটি সন্ধি একটি মসৃণ বহিরাবরণ দ্বারা আবৃত থাকে। ওই বহিরাবরণের ভিতর দিক সাইনোভিয়াল মেনব্রেন দ্বারা আবৃত থাকে। ওই সাইনোভিয়াল মেনব্রেন থেকে এক প্রকার তরল ক্ষরিত হয় যাকে সাইনোভিয়াল তরল বলে।

Similar Posts