কোম্পানির চিরন্তন অস্তিত্ব বলতে কী বোঝ?
সহজে বিলুপ্ত হয় না এমন অস্তিত্ব হলো চিরন্তন অস্তিত্ব।
কোম্পানি সংগঠন অন্যান্য ব্যবসায়ের (একমালিকানা ব্যবসায়, অংশীদারি) মতো সহজে বিলুপ্ত হয় না। তাই আইন অনুযায়ী এ ব্যবসায় চিরন্তন অস্তিত্বের মর্যাদা লাভ করে। পৃথক ও স্বাধীন সত্তার কারণে শেয়ারহোল্ডারদের মৃত্যু, দেউলিয়াত্ব, শেয়ার হস্তান্তর প্রভৃতি এ ব্যবসায়ের অস্তিত্বকে বিপন্ন করে না। আইনগত আনুষ্ঠানিকতার মাধ্যমেই এ ধরনের ব্যবসায়ের বিলোপ হয়। তাই কোম্পানিকে চিরন্তন অস্তিত্বের অধিকারী বলা হয়।