কোম্পানির চিরন্তন অস্তিত্ব বলতে কী বোঝ?

কোম্পানির চিরন্তন অস্তিত্ব বলতে কী বোঝ?

সহজে বিলুপ্ত হয় না এমন অস্তিত্ব হলো চিরন্তন অস্তিত্ব।

কোম্পানি সংগঠন অন্যান্য ব্যবসায়ের (একমালিকানা ব্যবসায়, অংশীদারি) মতো সহজে বিলুপ্ত হয় না। তাই আইন অনুযায়ী এ ব্যবসায় চিরন্তন অস্তিত্বের মর্যাদা লাভ করে। পৃথক ও স্বাধীন সত্তার কারণে শেয়ারহোল্ডারদের মৃত্যু, দেউলিয়াত্ব, শেয়ার হস্তান্তর প্রভৃতি এ ব্যবসায়ের অস্তিত্বকে বিপন্ন করে না। আইনগত আনুষ্ঠানিকতার মাধ্যমেই এ ধরনের ব্যবসায়ের বিলোপ হয়। তাই কোম্পানিকে চিরন্তন অস্তিত্বের অধিকারী বলা হয়।