কোম্পানি ব্যবসায় দেশে কীভাবে পুঁজি গঠন করে?
কোম্পানি ব্যবসায় দেশে কীভাবে পুঁজি গঠন করে?
কোম্পানি ব্যবসায় দেশে শেয়ার ও ঋণপত্র বিক্রির মাধ্যমে পুঁজি গঠন করে।
কোম্পানিতে বিনিয়োগ একটি লাভজনক ও উত্তম বিনিয়োগ ক্ষেত্র। তাই বিভিন্ন স্তরের বিনিয়োগকারীদের মাঝে সঞ্চয়ের প্রবণতা বাড়ে। উক্ত সঞ্চয় শেয়ার কেনার মাধ্যমে বিনিয়োজিত মূলধনে পরিণত হয়। এছাড়া মানুষ ঝুঁকি ছাড়াই নির্দিষ্ট হারে সুদ প্রাপ্তির আশায় কোম্পানির ঋণপত্রে বিনিয়োগ করে।
এভাবে কোম্পানি ব্যবসায় দেশে পুঁজি গঠনে সহায়তা করে।